Reading is a Good Habit

Spread the love

পড়ার কোনো বিকল্প নেই

আমরা সবাই জানি পড়ার কোনো বিকল্প নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তথাকথিত এই গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে পড়তে শেখায় আমরা পড়ি, বড় হয় চাকরি করি।

কিন্তু সত্যিই আমরা যদি ভেবে দেখি আমরা পড়ি কজন? আমরা পড়তে পারি কজন? পড়তে পারা মানুষের একটা ক্ষমতা, এটা অর্জন করা যায়। সত্যি কথা বলতে কি এখানে আমি পড়ার কথা বলতে বই পড়ার কথা বলতে চাইছি।

বই পড়ার অভ্যাস তৈরি করা খুব কঠিন কাজ, এটা সবার পক্ষে সম্ভব নয় তবে চেষ্টা করলে হয়। আজকাল তো বই পড়া উঠে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে কিন্তু ভালো অভ্যাস পরিবর্তন করে নয়।

এর আগের দিনের লেখায় আমি নলেজ এবং ইমাজিনেশনর কথা বলেছিলাম।আজ বলছি ওই প্রসঙ্গে কল্পনা শক্তি বৃদ্ধির একটা বিরাট সম্পর্ক আছে বই পড়ার সঙ্গে।

শিশুর বই পড়ার অভ্যাস

শিশুর স্বাভাবিক পড়াশোনার সাথে সাথে তাকে আলাদা করে একটা সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।

যাতে সে প্রত্যেকদিন অল্প হলেও ওর পড়াশোনার বাইরে যে কোন একটা বই পড়ে। বইপড়া বিনোদন হতে পারে, আমরা খুব অল্পসংখ্যক মানুষ বই পড়াকে বিনোদন হিসেবে গ্রহণ করি।

অবসর সময়ে আমাদের বই পড়ে সময় কাটানো উচিত। তারমানে আমি কিন্তু এটা বলতে চাইছিনা যে শুধু বই পড়ুন। বই পড়া একটা ভালো অভ্যাস।

এই অভ্যাস গড়ে তুলুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের মধ্যে বিশেষ করে এই অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন।

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*