West Bengal SSC Exam

Spread the love

5 Effective tips

1.Boundary of Syllabus

2.No Suggestion

3.Question Set তৈরি করা

4.Routine & plan

5.Mock Test

অসিদ্ধ হেত্বাভাস

Boundary of Syllabus

Syllabus আমরা প্রত্যেকেই জানি। তাহলে Boundary of Syllabus আবার কি? একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো syllabus এ আছে ন্যায় দর্শনের Epistemology… আমাকে শুধু এটুকুই পড়তে হবে এবং খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমাক ন্যায় দর্শন থেকে ঠিক কি কি পড়তে হবে? “আপ্তবাক্য” কি পড়তে হবে?এইটা নির্দিষ্ট করাই হল Boundary of Syllabus..

No Suggestion

Syllabus এর Boundary বোঝার পর, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়া। কোন অংশকে বাদ না দেওয়া।সম্পূর্ণ সিলেবাস টাকে খুব ভালোভাবে নিখুঁতভাবে পড়তে হবে। এবং একটা কনসেপ্ট তৈরি করতে হবে। যেহেতু mcq টাইপ এর প্রশ্ন হয। কোন প্রকার সাজেশন নাকরা।

Question Set তৈরি করা

যত কোশ্চেন সেট তৈরি করবে তত প্রশ্ন সম্পর্কে নতুন নতুন ধারণা তৈরি হবে। প্রশ্ন তৈরি করলেই তার উত্তর অটোমেটিক তোমার জানা হয়ে যাবে। তাই প্রশ্ন তৈরি করা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ভালো অভ্যাস।

Routine & plan

নিজেকে নিজের থেকে ভালো আর কেউ জানেন।। তাই নিজের কাছে সৎ হয়ে সিলেবাসের ঠিক কোন জায়গায় আছো,সেটা কে বুঝে একটা নির্দিষ্ট প্ল্যান ও রুটিন তৈরি কোরে নেওয়া, যাতে করে সঠিক সময়ের মধ্যে নিজের সিলেবাস শেষ করা যায।

Mock Test

Mock Test is very important part of SLST Preparation… প্রত্যেক মুহুর্ত নিজের প্রিপারেশন কে যাচাই করতে হবে। কোন একটা অংশ খুব ভালো করে পড়া হয়েছে। কোশ্চেন তৈরি করেছ। সেটার উপরে সময় ধরে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ মক টেস্ট। এই মক টেস্ট সিলেবাসের অংশ ধরে করতে পারো। বা সম্পূর্ণ পরীক্ষা যেরকম হয় সেরকম ভাবে মকটেস্ট দিতে পারো। তোমাদেরকে বলে রাখি ★বাংলায় দর্শন শিক্ষা★ শুধুমাত্র ফিলোসফির স্টুডেন্টদের জন্য মক টেস্টের ব্যবস্থা করছে। অলরেডি নেট সেকেন্ড পেপারের মক টেস্ট দিয়েছে, তোমরা সেখানে এসে পরীক্ষা দিতে পারো।SSC র মক টেস্টের জন্য ব্যবস্থা করছি আশা করি তোমরা খুব শীঘ্রই দিতে পারবে।

এই ভিডিও ক্লাস পুরো ব্যাপারটা খুব সহজ ভাবে বুঝতে সাহায্য করবে। তাই এটা দেখতে ভুল না।

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*