Short Question for MDC LIBRARY AND INFORMATION SCIENCE.

Spread the love

LIBRARY AND INFORMATION SCIENCE

  • গ্রন্থাগার (Library) হল পাঠপোযোগী মুদ্রিত ও অমুদ্রিত , দৃশ্য ও শ্রাব্য সকল প্রকার সংগ্রহের আধার.
  • LIBRARY শব্দটির উৎপত্তি হয়েছে LATIN শব্দ Librarium থেকে যার অর্থ ‘a book case’ অর্থাৎ বই রাখার স্থান।
  • শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে গ্রন্থাগার গড়ে ওঠে তাকে শিক্ষায়তন গ্রন্থাগার (Academic Library) বলে শিক্ষায়তন গ্রন্থাগার সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ রীতি এবং পদ্ধতিকে কেন্দ্র করে গ্রন্থাগার সংগঠিত এবং পরিচালিত হয়
  • সাধারণভাবে গ্রন্থাগারগুলিকে 3ভাগে ভাগ করা হয় 1.Public Library, 2.Academic Library, 3.Special Library.
  • শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলিকে তিন ভাগে ভাগ করা হয়– 1.School library, 2.College Library, 3.University library
  • শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারের উদ্দেশ্য – 1.শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচী সদস্যদের সাংস্কৃতিক সাধারণ শিক্ষা বিষয়ক প্রয়োজন মেটানো 2.উপযুক্ত পর্যায়ে সহায়কারী উপাদান সরবরাহ করা 3.ব্যবহারকারীদের পাঠ্যসূচী অনুযায়ী পুস্তক যোগান দেওয়া 4.বিভিন্ন ধরণের ব্যবহারকারীদের বই ঋণ দেবার ব্যবস্হা করা 5. গ্রন্থাগারের ব্যবহার বিধি সম্বন্ধে অবগত করা
  • পশ্চিমবঙ্গ সাধারন গ্রন্থাগার আইন – 1979
  • আইএসবিএন-এর জন্য রাজা রামমোহন রায় ন্যাশনাল এজেন্সি অবস্থিত  – দিল্লীতে ।
  • ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় – কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান
  • UNESCO Public library মেনিফেস্টো প্রথম প্রকাশিত হয় 1994.
  • The first American school for library science was founded by Melvil Dewey at Columbia University in 1887.
  • National Library of India অবস্থিত  Kolkata র আলিপুরে।
  • National Library of India 1836 খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় Calcutta Public Library নামে 30 January 1903 এর নাম পরিবর্তন করে রাখা হয় Imperial Library স্বাধীতার পর 1 February 1953 এর নাম পরিবর্তন করে রাখা হয় National Library of India.
  • National Library of India এর প্রথম Librarian (গ্রন্থাগারিক)B.S. Kesavan.
  • 12 আগস্ট, ভারতে জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। ডঃ এস আর রঙ্গনাথন, যিনি ভারতে গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত, তার জন্মদিনটি প্রতি বছর ভারতে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালন করা হয়।
  • Farher of  Library Science – Melville Louis Kossuth (December 10, 1851 – December 26, 1931)
  • Dewey Decimal Classification 1st published in 1876
  • Farher of  Library Science in India – Shiyali Ramamrita Ranganathan ( 9/12 August 1892 – 27 September 1972) 
  • Colon Classification 1st published in 1924
  • Classified Catalogue Code (CCC) first published in 1934
  • First publication  of  Five Laws of Library Science in 1931.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*