Philosophy HS Examination 2021

Spread the love

বর্তমান পরিস্থিতির কথা ভেবে উচ্চমাধ্যমিক দর্শনের ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন MCQ এক্সামিনেশনের ব্যবস্থা করেছে বাংলায় দর্শন শিক্ষা

HS Philosophy Mock Test 2021

প্রশ্নপত্র তৈরি করেছেন ড:বিশ্বরূপ ঘটক মহাশয় (এম এ ,বি এড ,পি এইচ ডি. শিক্ষক হেয়ার স্কুল ,কলকাতা। M-৯৪৩৩২৮৬১৬৯

মোট চার টি মকটেস্ট নেওয়া হবে। ১০০ শতাংশ কমন আসার সম্ভাবনা থাকবে। wbchse class 12

Online Higher Secondary Philosophy MCQ Test Examination 2021. West Bengal Council of Higher Secondary Education. WBCHSE
Class 12 Philosophy West Bengal Board Examination.

Please enter your email:

1. অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে ________________।

 
 
 
 

2. “বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে”। – বিবৃতিটি

 
 
 
 

3. হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে ______________।

 
 
 
 

4. একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল

 
 
 
 

5. (v) গুণ অনুযায়ী বচন দুই প্রকার –

 
 
 
 

6. (vi) অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যদি একটি বচনমিথ্যা হয় তবে অন্য বচনটির সত্যমূল্য হবে-

 
 
 
 

7. (vii) বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বচন দুটি হলো ______________

 
 
 
 

8. একটি নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ যে সংস্থানে প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হয় থাকে সেটি হলো ______________ সংস্থান।

 
 
 
 

9. একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের পক্ষপদ পক্ষ যুক্তিবাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে সেটি হলো

 
 
 
 

10. নিরপেক্ষ বচনের আধুনিক ভাষ্য অনুযায়ী ____________ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই

 
 
 
 

11. জর্জ বুলের ভাষ্য অনুযায়ী ‘সকল S হয় P ‘বচনটির ভাষ্য হল-

 
 
 
 

12. ‘ সকল অ -S হয় P ‘বচনটির ভেন চিত্রায়ন হল –

 
 
 
 

13.  ‘~PQ’ –যৌগিক বচনটি মিথ্যা হবে যদি-

 
 
 
 

14. একটি ___________ বচন সত্য হয়ে থাকে কেবলযদি তার অন্তর্গত দুটি অঙ্গ বচন একসাথে সত্য বা একসাথে মিথ্যা হয় 

 
 
 
 

15. “ এমন নয় যে রাম আসবে না কিন্তু শ্যাম আসবে” – বচনটির প্রতীকায়িত রূপ হল

 
 
 
 

16. যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে

 
 
 
 

17. ____________ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ নিয়মকে বিবেচনা না করেসিদ্ধান্ত করা হয়ে থাকে

 
 
 
 

18. লৌকিক আরোহ অনুমানকেশিশুসুলভঅনুমান বলেছেন তর্কবজ্ঞানী ____________________

 
 
 
 

19. যে আরোহমূলক যুক্তিতে আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই তার নাম ____________

 
 
 
 

20. একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে প্রকৃতি একইরূপ আচরণ করেএই আরোহ অনুমানে ব্যবহৃত ______________ নিয়ম

 
 
 
 

21. বহুকারণবাদ সমর্থন করেছেন যুক্তিবিজ্ঞানী _______________

 
 
 
 

22. পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান – একথা বলেন _________________।

 
 
 
 

23. হলো’-এর আবশ্যিক শর্তএকথার অর্থ হলো

 
 
 
 

24.  ____________ নামক আরোহ যুক্তিতে কেবল দুটি দৃষ্টান্তকে বিবেচনা করা হয়ে থাকে।

 
 
 
 

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

3 Comments

2 Trackbacks / Pingbacks

  1. Class 12 Philosophy MCQ SAQ & Suggestion 2021 - বাংলায় দর্শন শিক্ষা
  2. HS Philosophy Suggestion 2021 - বাংলায় দর্শন শিক্ষা

Leave a Reply

Your email address will not be published.


*