MCQ Pattern
2024 সালে যারা মাধ্যমিক পাস করে দর্শন বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে দর্শন বিষয়কে নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা।
সাধারণভাবে এমসিকিউ প্রশ্নের সঙ্গে আমরা পরিচিত।একটা প্রশ্ন করা হয় তার তিনটি কি চারটি বিকল্প উত্তর দেওয়া হয় আমরা ওই বিকল্প উত্তরের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটিকে বেছে নি।
এখন প্রশ্ন হল কত ধরনের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে
সংসদ কর্তৃক প্রকাশিত প্রশ্ন সমূহ থেকে এখানে কতগুলি এমসিকিউ প্রশ্নের ধরনের উল্লেখ করা হলো।
- শূন্যস্থান পূরণ
- বাক্যের পুনর্বিন্যাস
- সত্য ও মিথ্যা নির্বাচন
- বিবৃতি বা বক্তব্যের মধ্যে সম্পর্ক নির্ণয়
- ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক
- স্তম্ভ মেলানো
- বিবৃতি ও কারণ
২০২৪ সাল অর্থাৎ এবছর যারা দর্শন বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের মনের মধ্যে একটা কাজ করছে। কেমন প্রশ্ন হবে? প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারব কিনা তাদের উদ্দেশ্যে বলছি একদম চিন্তা করোনা বাংলায় দর্শন শিক্ষার ওয়েবসাইটের সঙ্গে থাকো এবং ভালো রেজাল্ট করো।
Leave a Reply