Class 11 Exam 2021 Mock Test

Spread the love

Philosophy Mock Test Class 11

বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সমস্ত স্কুল বন্ধ। ছাত্র ছাত্রীদের কথা ভেবে বাংলায় দর্শন শিক্ষা টীম ক্রমাগত ছাত্র ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছে। মূলত দর্শনের ছাত্র ছাত্রীদের।

তাই আবারও একাদশ শ্রেণীর জন্য 2021 সালের বার্ষিক পরীক্ষার মতো এম সি কিউ 24 নম্বরের অনলাইন মকটেস্ট এর ব্যবস্থা করেছে।

প্রশ্নপত্র করেছেন প্রাইভেট টিউটর নাজিমুদ্দিন মোল্লা স্যার। প্রশ্ন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করো এই নম্বরে -8389827588

SLTST PHILOSOPHY STUDY MATERIAL WBSSC

SLTST PHILOSOPHY MOCK TEST WBSSC

Philosophy Class 11 Final Examination 2021 . Mock Test MCQ .West Bengal Council of Higher Secondary Education.

Please enter your email:

1. দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল-

 
 
 
 

2. অধিবিদ্যা কে “প্রথম দর্শন” আখ্যা দিয়েছিলেন-

 
 
 
 

3. বৈজ্ঞানিক বস্তুবাদ এর প্রবক্তা হলেন-

 
 
 
 

4. “অস্তিত্ব হল প্রত্যক্ষ নির্ভর” – একথা বলেছেন

 
 
 
 

5. জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন – (সংসদের নমুনা প্রশ্ন)

 
 
 
 

6. “প্রত্যক্ষই একমাত্র প্রমাণ”-ভারতীয় দর্শনে এ কথা কারা বলেছেন-

 
 
 
 

7. ন্যায় দর্শনের প্রবক্তা হলেন-

 
 
 
 

8. ন্যায় মতে প্রমাণ হলো-

 
 
 
 

9. রূপ এর প্রত্যক্ষ হয় কোন সন্নিকর্ষের দ্বারা –

 
 
 
 

10. একটি বেদ বিরোধী দর্শন হলো-

 
 
 
 

11. “দর্শন হলো ভাষার সমালোচনা”-এই উক্তিটি করেছেন-

 
 
 
 

12. “জানা” ক্রিয়াপদ এর অর্থ-

 
 
 
 

13. আধুনিক অভিজ্ঞতা বাদের জনক হলেন-

 
 
 
 

14. সরল বস্তুবাদ হল-

 
 
 
 

15. সমস্ত জগতই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়। একথা বলেছেন-

 
 
 
 

16. নাস্তিক দর্শন এর সংখ্যা হল-

 
 
 
 

17. বেদের অংশ নয়-

 
 
 
 

18. ভারতীয় দর্শনের বিভাগ হলো-

 
 
 
 

19. ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয়- কোন সম্প্রদায়এর মত

 
 
 
 

20. ন্যায় মতে অনুমতি হলো-

 
 
 
 

21. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে-

 
 
 
 

22. যাকে প্রমাণ করা হয় ,তাকেই বলে –

 
 
 
 

23. ‘কোনো ধারণা সহজাত নয়’ – একথা বলেন (সংসদের নমুনা প্রশ্ন )

 
 
 
 

24. যে দর্শন কে প্রমান শাস্ত্র বলা হয় ,সেটি হলো –

 
 
 
 

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

4 Comments

Leave a Reply

Your email address will not be published.


*