“শিক্ষা আনে চেতনা। চেতনা গড়ে তোলে সভ্যতা। আমরা সভ্য সমাজের মানুষ। আচার ব্যবহারে প্রকাশ পাওয়া উচিত আমাদের শিক্ষা”
আমি শিক্ষক ,আমি ডাক্তার ,আমি ইঞ্জিনিয়ার ,আমি কৃষক। ……………………..আমরা আরো কতকি ……….এখন আবার নতুন পেশা রাজনৈতিক নেতা। আমরাই তো সমাজ পরিচালনা করি একে অপর কে দোষ দি। ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার আমরা কেউ কাউকে ছাড়িনা। সবাই সবাই কে দোষ দি,শুধু নিজের দোষটা দেখিনা। অরে বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই তো মানুষ ,তাও কেন আমরা ভালো মানুষ গড়ার কথা ভাবি না??
Surajit Sajjan MA Philosophy BEd Burdwan University Asst.Teacher
সকল দর্শনের ছাত্র-ছাত্রী ও দর্শন অনুরাগী এবং সমাজ সচেতন মানুষ কে বাংলায় দর্শন শিক্ষা র পক্ষ থেকে আমন্ত্রণ জানাই
আসুন সকলে মিলে সুস্থ সমাজ গড়ে তুলি। নমস্কারান্তে, সুরজিৎ সজ্জন