HS Philosophy Mock Test May 26, 2021 Surajit Sajjan Class 12 2 Spread the love WBCHSE Class 12 Practice set for the HS examination. Philosophy Class 12 & SSC Candidate Please enter your email: 1. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল – (a) পক্ষপদ (b) সাধ্যপদ (c) হেতুপদ (d) এদের কোনটিই নয়। 2. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরাধিতার সম্বন্ধ থাকে। (a) A, E (b) I, 0, (c) A, I (d) E, O 3. আরাহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই – (a) সুনিশ্চিত (b) সম্ভাব্য (c) বৈধ (d) অবৈধ 4. যদি ‘A’ বচন সত্য হয় তাহলে ‘O’ বচনটির সত্যমূল্য হবে – (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) স্ববিরাধী 5. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট A এবং O বচন হল পরস্পরের — (a) বিপরীত বিরাধী (b) অধীন বিপরীত বিরাধী (C) অসম বিরাধী (d) বিরুদ্ধ বিরাধী 6. A বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল – (a) উদ্দেশ্য পদ (b) বিধেয় পদ (c) উভয় পদ (d) কোনা পদ ব্যাপ্য নয় 7. আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল – (a) দুটি (b)তিনটি (c) চারটি (d) পাঁচটি 8. যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে – (a) অবরাহ যুক্তি (b) বৈজ্ঞানিক আরাহ (C) অবৈজ্ঞানিক আরাহ (d) উপমা যুক্তি 9. অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে – (a) অনুভূতি (b) যুক্তি (C) কল্পনা (d) সংবেদন 10. বৈধ অবরাহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে – (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) বিরাধী 11. বৈধতার প্রশ্নটি জড়িত হল – (a) বাক্যের সঙ্গে (b) বচনের সঙ্গে (C) সিদ্ধান্তের সঙ্গে (d) যুক্তির আকারের সঙ্গে 12. বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। – (a) A (b) E (c) I (d) O 13. FESAPO মূর্তিটি বৈধ হয় _ _ সংস্থানে। – (a) প্রথম (b) তৃতীয় (c) দ্বিতীয় (d) চতুর্থ 14. ‘যদি p তবে q, নয় q/ অথএব , নয় p’— এই বৈধ যুক্তির আকারটির নাম – (a) M.P (b) M.T (c) D.S (d) H.S Loading … Class 12 Mock TestHS Philosophy Mock Testphilosophy mock test
Good
#partsofspeech