HS Philosophy Mock Test

Spread the love

WBCHSE Class 12

Practice set for the HS examination. Philosophy Class 12 & SSC Candidate

Please enter your email:

1. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল –

 
 
 
 

2. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরাধিতার সম্বন্ধ থাকে।

 
 
 
 

3. আরাহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই –

 
 
 
 

4. যদি ‘A’ বচন সত্য হয় তাহলে ‘O’ বচনটির সত্যমূল্য হবে –

 
 
 
 

5. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট A এবং O বচন হল পরস্পরের —

 
 
 
 

6. A বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল –

 
 
 
 

7. আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল –

 
 
 
 

8. যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে –

 
 
 
 

9. অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে –

 
 
 
 

10. বৈধ অবরাহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে –

 
 
 
 

11. বৈধতার প্রশ্নটি জড়িত হল –

 
 
 
 

12. বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। –

 
 
 
 

13. FESAPO মূর্তিটি বৈধ হয় _ _ সংস্থানে। –

 
 
 
 

14. ‘যদি p তবে q, নয় q/ অথএব , নয় p’— এই বৈধ যুক্তির আকারটির নাম –

 
 
 
 

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

1 Comment

1 Trackback / Pingback

  1. Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 - বাংলায় দর্শন শিক্ষা

Leave a Reply

Your email address will not be published.


*