HS Philosophy Suggestion 2021

Spread the love

Class 12 Philosophy Suggestion

HS PHILOSOPHY MOCK TEST 2021

2021 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দর্শন বিষয়ের কোন কোন প্রশ্ন গুলো ভালো করে পড়লে ভালো রেজাল্ট করা যাবে।

কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং কিভাবে প্রস্তূতি নিলে খুব ভালো ফল করা যাবে সব কিছু আলোচনা করা হলো এখানে।

Proposition বচন

এই অধ্যায় থেকে কোন প্রশ্ন করতে হবে দেখো। অথবা দিয়ে দু রকম প্রশ্ন হবে। লেখা প্রশ্ন এবং করে দেখানো প্রশ্ন।

1.নিরপেক্ষ বচন বলতে কি বোঝায় ?গুন্ ও পরিমান অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশ গুলি ব্যাক্ষ্যা করো। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য বর্ণনা করো। বচনে সংযোজকের ভূমিকা লেখো।

2.নিরপেক্ষ বচনের গুন্ ও পরিমান বলতে কি বোঝায়।

উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। বচন ও বাক্যের পার্থক্য বর্ণনা করো।

1 & 2 no এই প্রশ্ন গুলো করার থেকে বেশি নম্বর পাওয়া যাবে করে দেখানো প্রশ্ন গুলো করলে।

যে গুলো এর সঙ্গে অথবা দিয়ে থাকবে। নিচে দেখলাম

বাক্যকে বচনে রূপান্তর করো /বচনের গুন্ ও পরিমান নির্দেশ করো /বচনের কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য নির্ণয় করো

Immediate Inference অমাধ্যম অনুমান

1.মাধ্যম ও অমাধ্যম অনুমানকাকে বলে ? মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। বিবর্তন কাকে বলে ? বিবর্তন এর নিয়ম গুলি লেখো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় ? O বচনের আবর্তন সম্ভব নয় কেন ?

এর সঙ্গে অথবা দিয়ে যে করে দেখানো প্রশ্ন থাকবে সেগুলো করলে বেশি নম্বর ওঠে-

বচনকে আবর্তন করো /বচন কে বিবর্তন করো /আবর্তনের বিবর্তন করো /বিবর্তনের আবর্তন করো ইত্যাদি।

Categorical Syllogism নিরপেক্ষ ন্যায়

নিরপেক্ষ ন্যায়এর বৈধতা বিচার করো। দুটো করতে হয়। 4+4=8

যদি কেউ না করতে পারো তাহলে অথবা দিয়ে যে লেখা প্রশ্ন থাকবে সেগুলো করবে।

1.অব্যাপ্য হেতু দোষ

2.চারিপদ ঘটিত দোষ

3.অবৈধ পক্ষ দোষ

4.অবৈধ সাধ্য দোষ

5.সংস্থান

Mill’s Method মিলের পদ্ধতি

1.মিলের ব্যাতিরেকী পদ্ধতি ব্যাক্ষ্যা করো।সংজ্ঞা ,আকার ,বাস্তব উদাহরণ ,সুবিধা (2টি ) ,অসুবিধা (2টি )

2.মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাক্ষ্যা করো।সংজ্ঞা ,আকার ,বাস্তব উদাহরণ ,সুবিধা ( টি ) ,অসুবিধা (টি )(একটা প্রশ্নাকারে থাকবে ,আর একটা পদ্ধতি নির্ণয় করে উত্তর দিতে হবে।)

Inductive Fallacy আরোহমূলক দোষ

দুটো আরোহমূলক দোষ দেওয়া থাকবে। সেই দোষ দুটো সম্পর্কে টিকা লিখতে হবে।

দুটো আরোহ যুক্তি দেওয়া থাকবে ,বিচার করে দোষ উল্লেখ করতে হবে।

1.উপমা যুক্তি (ভালো উপমা /মন্দ উপমা )

2.আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ

3.বহু কারণবাদ

4.সহকার্য কে কারণ বলে মনে করার দোষ

5.কাকতালীয় দোষ

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

1 Trackback / Pingback

  1. Philosophy HS Examination 2021 - বাংলায় দর্শন শিক্ষা

Leave a Reply

Your email address will not be published.


*