অ্যারিস্টটল Aristotle

একাদশ শ্রেণির জন্য অ্যারিস্টটল

অ্যারিস্টটল ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন এবং ৩২২ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে দার্শনিক, তর্কবিজ্ঞানী ও বৈজ্ঞানিক। তিনিই প্রধানত পাশ্চাত্য সভ্যতার উপাদান ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন।

অ্যারিস্টট্ল ছিলেন ম্যাসিডনের রাজার অন্যতম চিকিৎসকের পুত্র। তিনি তাঁর পিতার মৃত্যুর পর ২৭ বছর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর অ্যাকাডেমিতে ছাত্ররূপে যোগ দেন। তিনি প্লেটোর শিষ্যত্ব গ্রহণ করে প্রায় কুড়ি বছর ধরে তাঁর কাছে অধ্যয়ন করেন। প্লেটোর মৃত্যুর পর তিনি ১২ বছর বিভিন্ন স্থানে ভ্রমণ করে দুটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ভবিষ্যতের দিগ্বিজয়ী আলেকজান্ডারকে ম্যাসিডনে তিন বছর শিক্ষা দেন। ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ছিল প্লেটো প্রতিষ্ঠিত অ্যাকাডেমির প্রতিদ্বন্দ্বী। ১২ বছর ধরে তিনি তাঁর লাইসিয়ামকে জ্ঞানের সকল শাখার গবেষণার কেন্দ্ররূপে গড়ে তোলেন। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সে ম্যাসিডোনিয়ার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে, তিনি এথেন্সের উত্তর দিকের একটি নগরে চলে যান। পরের বছর তাঁর মৃত্যু হয়। কথিত আছে, তিনি নাকি মোট ৪০০ গ্রন্থ রচনা করেছিলেন। যুক্তিবিজ্ঞান (Logic-যাকে অ্যারিস্টট্ল Analytic বলেছেন), তত্ত্ববিদ্যা (Metaphysics) নীতিবিজ্ঞান (Ethics), রাষ্ট্রবিজ্ঞান ও বিজ্ঞানের নানা শাখার এইসব গ্রন্থ লেখা হয়েছিল।

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*