Brief Introduction of Herodotus

Spread the love

Herodotus হেরোডোটাস

হেরোডোটাস ৪৮৪ খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ান সাম্রাজ্যের (বর্তমানে আধুনিক তুর্কি) হেলিকানাসাস শহরে জন্মগ্রহণ করেন।

তাঁর মৃত্যু হয় ৪২৫ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ম্যাসিডোনিয়ায় (মতান্তরে)।

হেরোডোটাসের পরিবার প্রভাবশালী ছিলেন। জানা যায় তিনি লুক্সেস ও ড্রইও-এর পুত্র ও থিওডোরাসের ভাই ছিলেন। হেরোডোটাস ছিলেন একজন দার্শনিক এবং ঐতিহাসিক। তিনি ‘The Historics’ বইটি লেখার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

ভূগোল, ইতিহাস সংক্রান্ত বিষয়ের উপর তিনি যে আলোচনা করেছিলেন তা এই বইতে ব্যাখ্যা করা হয়েছে।

যদিও অনেক নিশ্চিত অসত্য ও কাল্পনিক ঘটনা থাকায় বইটি সমালোচিত হয়েছে।

হেরোডোটাসই প্রথম ব্যক্তি যিনি পদ্ধতিগতভাবে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করেছিলেন, সেগুলির সূক্ষ্মতা নিরূপণে উদ্যোগ নিয়েছিলেন এবং সেগুলিকে সঠিক ক্রমে প্রয়োজনীয় ব্যাখ্যায় বিন্যস্ত করেছিলেন।

তিনি তাঁর গবেষণাগুলিকে মানুষের সামনে মৌখিক আবৃতি করে বৃহত্তর পৃথিবীকে জানাতেন। রোমান আইনবিদ, ঐতিহাসিক ও দার্শনিক সিসেরো তাই হেরোডোটাসকে ‘ইতিহাসের জনক’ বা ‘The Father of History’ বলে আখ্যা দিয়েছেন।

About Surajit Sajjan 59 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*