প্রলেতারিয়েত ও কমিউনিস্টদের সম্পর্ক
Q: প্রলেতারিয়েত র সাথে কমিউনিস্টদের সম্পর্ক বিষয়ে মার্কসের মত আলোচনা কর। FM – 6
A: সামগ্রিকভাবে প্রলেতারিয়েত ও কমিউনিস্টদের মধ্যে স্বার্থের দিক থেকে কোন পার্থক্য নেই। বস্তুত, কমিউনিস্টদের আশুলক্ষ্য হল প্রলেতারিয়েতকে একটি শ্রেণী হিসাবে সংগঠিত করা। বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ এবং প্রলেতারিয়েত দ্বারা রাজনৈতিক ক্ষমতা অধিকার হল কমিউনিস্টদের মূল লক্ষ্য।
প্রলেতারিয়েত এবং বুর্জোয়াদের মধ্যে যে ঐতিহাসিক শ্রেণী সংগ্রাম তা থেকে বাস্তব যে সম্পর্ক গুলির উৎপত্তি কাউনিস্ট তত্ত্ব সেগুলিকেই সাধারণ সূত্র রূপে প্রকাশ করে।
মার্কস দেখিয়েছেন যে, প্রলেতারিয়েতদের সাধারণ আন্দোলন থেকে কমিউনিস্ট আন্দোলনের পার্থক্য আছে। মার্কস বলেন, কমিউনিস্টরা হল শ্রমিক শ্রেণীর পার্টি, সর্বাপেক্ষা অগ্রসর এবং দৃঢ় যুক্ত অংশ। কমিউনিস্টরাই হল শ্রমিক শ্রেণীর অগ্রনির্বাহিনী। মার্কস আরো বলেন যে, প্রচলিত মালিকানা সম্পর্কের উচ্ছেদ কমিউনিস্টদের একমাত্র বৈশিষ্ট্য নয়। সাধারণ ভাবে সম্পত্তির উচ্ছেদ নয়, শুধুমাত্র বুর্জোয়া সম্পত্তির উচ্ছেদ ই হল কমিউনিস্ট দের একমাত্র বৈশিষ্ট্য সূচক বৈশিষ্ট্য। মার্কস বলেন, শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণীকেই জয় করে নিতে হবে এবং এই জয়লাভ করতে হলে একটি রাজনৈতিক পার্টিতে প্রলেতারিয়েতদের সংগঠন অপরিহার্য এবং এই সংগঠনই হল শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি অর্থ্যাৎ কমিউনিস্ট পার্টি। সুতরাং প্রলেতারিয়েত এবং কমিউনিস্টদের মধ্যে যে এক নিবীড় সম্পর্ক বর্তমান তা উল্লেখের অপেক্ষা রাখে না।
Leave a Reply